Last Updated: Monday, January 13, 2014, 15:09
সপ্তাহে একবার জনতা দরবারের পরিকল্পনা আপাতত শিকেয় তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জনতার সঙ্গে সরাসরি দেখা করতে এখনও তিনি সমান আগ্রহী বলেও জানিয়েছেন। এবার থেকে দিল্লির আম আদমিরা অনলাইনে তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারবেন। আপ প্রধান জানিয়েছেন ``আমরা একটি কল সেন্টার তৈরি করব। চিঠি লিখেও সাধারণ মানুষ তাঁদের অভিযোগ দায়ের করতে পারেন।``