আর নয় `জনতা দরবার`, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

আর নয় `জনতা দরবার`, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

আর নয় `জনতা দরবার`, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের সপ্তাহে একবার জনতা দরবারের পরিকল্পনা আপাতত শিকেয় তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জনতার সঙ্গে সরাসরি দেখা করতে এখনও তিনি সমান আগ্রহী বলেও জানিয়েছেন। এবার থেকে দিল্লির আম আদমিরা অনলাইনে তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারবেন। আপ প্রধান জানিয়েছেন ``আমরা একটি কল সেন্টার তৈরি করব। চিঠি লিখেও সাধারণ মানুষ তাঁদের অভিযোগ দায়ের করতে পারেন।``

শনিবার অরবিন্দ কেজরিওয়ালের অরথম ``জনতা দরবার`` ব্যপক হইহট্টগোলের মাঝে ভেস্তে যায়। আশা অতীত সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে উপস্থিত হয়েছিলেন `জনতা দরবার`-এ। জন সমাগমের চাপে কোনো রকমে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের কোনও রকমে সরিয়ে নেওয়া হয়।

সূত্রে খবর এবার থেকে মন্ত্রীদের ছাড়াই সপ্তাহে একদিন জনতার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তবে এবার অনেক সংক্ষিপ্ত স্তরে আয়োজিত হবে বিষয়টি।


First Published: Monday, January 13, 2014, 15:09


comments powered by Disqus