Last Updated: Saturday, January 5, 2013, 09:17
দিল্লি আসার কর্মসূচি বাতিল করলেন জাভেদ মিঞাঁদাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাপেই মিঞাঁদাদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দাউদ ইব্রাহিমের বেয়াই জাভেদ
মিঞাঁদাদকে কেন্দ্র ভিসা দেওয়ায়, তার সমালোচনা করেছেন বিরোধীরা। যদিও মিঞাঁদাদকে ভিসা দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপে কোনও ভুল দেখছে না
বিদেশমন্ত্রক।