ভারত সফর বাতিল মিঁয়দাদের

ভারত সফর বাতিল মিঁয়াদাদের

ভারত সফর বাতিল মিঁয়াদাদেরমৈত্রীর সিরিজে কাঁটার দাগ। ভিসা বিতর্কের জেরে ভারত সফর বাতিল করলেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ৷ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ হওয়ায় মিঁয়াদাদকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জেরেই প্রাক্তন এই ক্রিকেটার সফর বাতিল করলেন বলে খবর।

প্রসঙ্গত, ২০০৫ সালে দাউদের মেয়ে মাহরুখকে বিয়ে করেন মিয়াঁদাদের ছেলে জুনায়েদ। কথা ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই ভারতে আসবেন মিঁয়াদাদ। কিন্তু ভিসা বিতর্ক এড়াতে সফর পিছিয়ে দেন। ঠিক হয় ৬ জানুয়ারি দিল্লিতে শেয ওয়ানডে ম্যাচে খেলা দেখতে মাঠে আসবেন মিঁয়াদাদ। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করতেই হল তাঁকে।






First Published: Friday, January 4, 2013, 20:57


comments powered by Disqus