Last Updated: Monday, July 7, 2014, 19:51
রুইয়া গোষ্ঠীর হাত থেকে জেসপ কারখানা অধিগ্রহণ করুক রাজ্য সরকার। নিয়মিত করা হোক বেতন। এই দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করলেন কারখানার কর্মীরা। এর জেরে দিনের ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড, যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের বক্তব্য, আট মাসের ওপর বেতন বন্ধ রয়েছে কারখানায়।