Last Updated: Friday, December 28, 2012, 20:23
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মুম্বই ম্যারাথনে একসঙ্গে দৌড়তে চলেছেন জন-বিপাশা। বিগত কয়েকে বছর ধরেই মুম্বই ম্যারাথনের সঙ্গে যুক্ত রয়েছেন জন। এবছর বিপাশাও থাকবেন। কাজেই সকলেই আশা করেছিলেন পোডিয়ামে হয়ত একসঙ্গে দেখা যাবে দু`জনকে।