Last Updated: December 28, 2012 20:23

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মুম্বই ম্যারাথনে একসঙ্গে দৌড়তে চলেছেন জন-বিপাশা। বিগত কয়েকে বছর ধরেই মুম্বই ম্যারাথনের সঙ্গে যুক্ত রয়েছেন জন। এবছর বিপাশাও থাকবেন। কাজেই সকলেই আশা করেছিলেন পোডিয়ামে হয়ত একসঙ্গে দেখা যাবে দু`জনকে। তবে সেই সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন জন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন পেশার খাতিরে বিপাশার সঙ্গে জুটি বেঁধে কোনও কাজ করতেই বিন্দমাত্র ইচ্ছুক নন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জন বলেন, "আমি কখনই বিপাশার সঙ্গে আবার জুটি বাঁধার কথা ভাবছি না। এরকম কোনও চিন্তা আমার মাথাতেই নেই"। যদিও ব্রেক আপের পরই বিপাশা জানিয়ে দিয়েছিলেন পেশার খাতিরে জনের সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই, জন এখনও সবদিক থেকেই দূরত্ব বজায় রেখেই চলতে চান তাঁর সঙ্গে।
দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ছাড়াছাড়ির পর থেকেই মুখ দেখাদেখি বন্ধ জন-বিপাশার। এমনকী, পার্টিতেও একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা।
First Published: Friday, December 28, 2012, 20:23