K Rinibasan - Latest News on K Rinibasan| Breaking News in Bengali on 24ghanta.com
স্পেকট্রাম কাণ্ডে শ্রীবাস্তবকে প্রশ্ন রাজার কৌসুলির

স্পেকট্রাম কাণ্ডে শ্রীবাস্তবকে প্রশ্ন রাজার কৌসুলির

Last Updated: Tuesday, September 11, 2012, 18:00

টুজি স্পেকট্রাম কাণ্ডের মূল অভিযুক্ত তথা পাক্তন মন্ত্রী এ রাজার পক্ষে প্রাক্তন টেলিকম আধিকারিক কে শ্রীবাস্তবকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন রাজার আইনজীবী। দিল্লির একটি বিশেষ আদালতে মঙ্গলবার রাজার পক্ষে জোরালো সওয়াল করেন প্রাক্তন টেলিকম মন্ত্রীর কৌসুলি সুশীল কুমার।