স্পেকট্রাম কাণ্ডে শ্রীবাস্তবকে প্রশ্ন রাজার কৌসুলির

স্পেকট্রাম কাণ্ডে শ্রীবাস্তবকে প্রশ্ন রাজার কৌসুলির

স্পেকট্রাম কাণ্ডে শ্রীবাস্তবকে প্রশ্ন রাজার কৌসুলির টুজি স্পেকট্রাম কাণ্ডের মূল অভিযুক্ত তথা পাক্তন মন্ত্রী এ রাজার পক্ষে প্রাক্তন টেলিকম আধিকারিক কে শ্রীবাস্তবকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন রাজার আইনজীবী। দিল্লির একটি বিশেষ আদালতে মঙ্গলবার রাজার পক্ষে জোরালো সওয়াল করেন প্রাক্তন টেলিকম মন্ত্রীর কৌসুলি সুশীল কুমার।

টেলিকম দুর্নীতির সময় শ্রীবাস্তবের কী ভূমিকা ছিল সে বিষয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় তাঁকে। প্রসঙ্গত, টেলিকম বণ্টনে রাজার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার অন্যতম প্রত্যক্ষদর্শী ওই আধিকারিক। সিবিআই এর রাজসাক্ষী, শ্রীবাস্তব এর আগে বিভাগীয় তদন্ত নিয়ে বেশ কিছু তথ্য আদালতে পেশ করেছেন।

মোবাইল সংস্থাগুলিকে ২জি অনুমোদন বণ্টনের সময় তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজার দুর্নীতির জেরে রাজকোষের ১.৭৬ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়।

First Published: Tuesday, September 11, 2012, 18:00


comments powered by Disqus