Last Updated: Thursday, March 27, 2014, 09:02
বদলাতে চেয়েছিলেন ভাঙড়ের ইতিহাস। চেয়েছিলেন দলে শান্তি, শৃঙ্খলা। কিন্তু হল তার উল্টোটা। ভাঙড়ে প্রথম দিন প্রচারে গিয়েই দলের গোষ্ঠীকোন্দলের সাক্ষী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুগত বসু। তাঁর সামনেই আরাবুল-কাইজার গোষ্ঠীর সমর্থকদের মধ্যে চলল মারামারি।