Last Updated: Thursday, March 27, 2014, 22:29
ভোট আসে ভোট যায়। নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও বদলায় না বর্ধমানের ভাঙন কবলিত কালিনগর গ্রামের ছবিটা। প্রতিবছর সর্বগ্রাসী ভাঙনে তলিয়ে যায় নদীপাড়ের বহু বাড়ি, বিঘের পর বিঘে চাষের জমি। অন্যের জমিতে ত্রিপল খাটিয়ে কোনওরকমে দিন গুজরান করেন সর্বহারা মানুষরা। ভাগীরথী নদীর পাড়ে কালনার কালিনগর গ্রাম। একসময় কয়েক হাজার পরিবারের বসবাস ছিল এই নদীর পাড়ে। কিন্তু নদীর গতিপথ বদলে যাওয়ায় সর্বগ্রাসী ভাঙন রাতারাতি কেড়ে নিয়েছে নদীতীরের মানুষগুলির মাথার ছাউনি। কয়েক বছরের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বহু বাড়ি ও বিঘের পর বিঘে চাষের জমি।