Last Updated: Monday, November 5, 2012, 16:12
টেনিসের কোর্ট থেকেই তাঁর উত্থান। কিন্তু চোটের কারণে সিঙ্গলসে এখন তাঁর
র্যাকেট সেভাবে চলে না। তাতে অবশ্য সাইনার জনপ্রিয়তা মোটেও কমেনি। এখন
হায়দ্রাবাদের এই তারকা টেনিস খেলোয়াড় ভারতের মহিলা টেনিসের মুখ। কিন্তু
সেই সাইনা এখন টেনিসে নয়, ফ্যাশন দুনিয়াতে ঝ়ড তুলছেন।