সম্ভবত মা হতে চলেছেন, তাই সুজয় ঘোষের ছবি থেকে বাদ পড়লেন বিদ্যা, এলেন কঙ্গনা

সম্ভবত মা হতে চলেছেন, তাই সুজয় ঘোষের ছবি থেকে বাদ পড়লেন বিদ্যা, এলেন কঙ্গনা

সম্ভবত মা হতে চলেছেন, তাই সুজয় ঘোষের ছবি থেকে বাদ পড়লেন বিদ্যা, এলেন কঙ্গনা তিন বছর আগে অন্তঃস্বত্তা হওয়ার কারণে মধুর ভান্ডারকরের হিরোইন থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবার। গুজব উঠেছিল তিনি নাকি সন্তনসম্ভবা। আর তাই শুনেই নিজের আগামী ছবি থেকে বিদ্যা বালনকে বাদ দিয়ে কঙ্গনা রওনাতকে নিয়ে এলেন পরিচালক সুজয় ঘোষ।

কাহানিতে বিদ্যার সঙ্গে কাজ করেছিলেন সুজয়। বরাবরই তাঁর প্রিয় অভিনেত্রী বিদ্যা। আগামী ছবি দূর্গা রানি সিংয়েও তাঁর সঙ্গে কাজ করার কথা ছিল বিদ্যা বালনেরই। কিন্তু কিছুদিন ধরেই মুম্বইয়ের শহরতলির এক হাসপাতালে প্রায়শই দেখা যাচ্ছিল বিদ্যাকে। হাসপাতাল কর্তৃপক্ষকেও বারণ করা হয় বিদ্যার নিয়মিত আসার কারণ প্রকাশ করতে। তখন থেকেই মিডিয়ার গুজব ছড়ায় মা হতে চলেছেন বিদ্যা। পরে শাদি কে সাইড এফেক্টস ছবির প্রচারেও বিদ্যাকে দেখা গিয়েছে ঢিলেঢালা ম্যাক্সি ড্রেসে। তিনি ক্রমাগত ঢিলে পোশাক পরায় জোরালো হয়েছে বিতর্ক। তাছাড়াও দিয়া মির্জা প্রযোজিত ববি জাসুসের শুটিং শেষ হওয়ার পর এখন আর হাতে নতুন কোনও ছবিও নেই বিদ্যার। তাই সবকিছু মিলিয়েই তাঁকে নিজের ছবি থেকে বাদ দিয়েছেন সুজয় ঘোষ।

এর আগে ২০১১ সালে একই কারণে মধুর ভান্ডারকরের ছবি হিরোইন থেকে বাদ পড়েন ঐশ্বর্য। মধুর জানিয়েছিলেন ঐশ্বর্যর অন্তঃস্বত্তা হওয়ার খবর না জানায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁর। বলেন, "আমার কাছে পুরো ব্যাপারটাই চেপে যাওয়া হয়েছিল। যখন মিডিয়ায় প্রকাশ করা হল তখন জানতে পারলাম ঐশ্বর্য চার মাসের সন্তানসম্ভবা। নভেম্বর মাসে মা হতে চলেছেন তিনি।"

First Published: Wednesday, March 19, 2014, 22:19


comments powered by Disqus