Kaushambhi - Latest News on Kaushambhi| Breaking News in Bengali on 24ghanta.com
আম আদমি পার্টির সদর দফতরে হামলা, চলল ব্যপক ভাঙচুর

আম আদমি পার্টির সদর দফতরে হামলা, চলল ব্যপক ভাঙচুর

Last Updated: Wednesday, January 8, 2014, 13:00

আম আদমি পার্টির কৌশাম্বির সদর দফতরে হামলা চালাল প্রায় ৫০ থেকে ৬০ জন। অফিস লক্ষ্য করে এলোপাথারি ইট পাথর ছোঁড়া হয়। কাশ্মীর প্রসঙ্গে প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা বলে অনুমান। হামলাকারীরা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয়। আপের সদর দফতরে হামলার জেরে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।