AAP office in Kaushambhi vandalised over Prashant Bhushan`s Kashmir remarks

আম আদমি পার্টির সদর দফতরে হামলা, চলল ব্যপক ভাঙচুর

আম আদমি পার্টির সদর দফতরে হামলা, চলল ব্যপক ভাঙচুর আম আদমি পার্টির কৌশাম্বির সদর দফতরে হামলা চালাল প্রায় ৫০ থেকে ৬০ জন। অফিস লক্ষ্য করে এলোপাথারি ইট পাথর ছোঁড়া হয়। কাশ্মীর প্রসঙ্গে প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা বলে অনুমান। হামলাকারীরা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয়। আপের সদর দফতরে হামলার জেরে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

কেজরিওয়ালের কৌশম্বির বাড়িরে অদূরে আম আদমি পার্টির অফিসে এই হামলার হয় বুধবার সকাল ১১টা নাগাদ। জনা পঞ্চাশের জমায়েত ব্যাপক ভাবে ভাঙচুর চালায় আপ সদর কার্যালয়ে।

সেই সময় সেখানে উপস্থিত এক আপ কর্মী জানান, "ওরা আমাদের ইট ছোঁড়ে। লাঠি নিয়ে হামলা করে।" আম আদমি পার্টির কার্যালয়ের সামনে লাগানো সি সি টি ভি ফুটেজে ধরা পড়েছে বেশ কয়েকজন পতাকা হাতে বাড়ির জানলা ভাঁঙছেন। পুলিস সূত্রে খবর ঘটনায় অভিযোগের আঙুল হিন্দু সংগঠন গুলির বিরুদ্ধে।

First Published: Wednesday, January 8, 2014, 13:00


comments powered by Disqus