Last Updated: Friday, March 21, 2014, 16:18
লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর সঙ্গে রয়েছেন মঞ্জুকুমার মজুমদার, গুরুদাস দাশগুপ্ত ও ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী সন্তোষ রাণা। এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখবেন তাঁরা। বামেদের অভিযোগ, কেশপুরের এইসব গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কেশপুরে সিপিআইএমের জোনাল অফিস জামশেদ ভবনে আজ ঘরছাড়া বাম কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন বিমান বসু।