Last Updated: Tuesday, January 7, 2014, 00:07
কৈশোরে তাঁর প্রেমে পড়েছিলেন আমির। দুই পরিবারের সহমতে রিনাকে বিয়েও করেছিলেন তিনি। পনেরো বছরের বিবাহিত জীবনে এক ছেলে, এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাঁদের। অবশেষে ২০০২ সালে বিচ্ছেদ। এমন সঙ্গীকে এখনও ভুলতে পারেননি আমির।