Last Updated: January 7, 2014 00:07

কৈশোরে তাঁর প্রেমে পড়েছিলেন আমির। দুই পরিবারের সহমতে রিনাকে বিয়েও করেছিলেন তিনি। পনেরো বছরের বিবাহিত জীবনে এক ছেলে, এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাঁদের। অবশেষে ২০০২ সালে বিচ্ছেদ। এমন সঙ্গীকে এখনও ভুলতে পারেননি আমির।
সম্প্রতি এক বিবৃতিতে আমির বলেছেন, "রিনা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাপ পরিবারের অংশ। সবসময় থাকবে। আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলে গিয়েছে। আইনের চোখে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সম্পর্ক কখনই এক টুকরো কাগজ ভেঙে দিতে পারে না। আমি এখনও রিনাকে খুব ভালবাসি। আমাদের ছেলে জুনেইদ যদি বলিউডে আসতে চায় নিশ্চয়ই আসবে। এখনও জুনেইদ মনস্থির করতে পারেনি। যদি ও ঠিক করে আর আমি যদি পছন্দমতো চিত্রনাট্য পাই, তাহলে অবশ্যই ওকে বলিউডে নিয়ে আসব আমি।"
আজও নিজের প্রিয়জনদের হারাতে ভয় পান মিস্টার পারফেকশনিস্ট। জানালেন, "আমি খুব নিরাপত্তার অভাবে ভুগি। আমার পরিবারের সদস্যরা আমাকে ক্যাপ্টেন কশন বলে ডাকে। আমি সবসময় নিরাপত্তা নিয়ে চিন্তা করি। ভালবাসার মানুষদের হারাতে আমি ভয় পাই। স্টারডম হারাতে আমি ভয় পাই না, কিন্তু প্রিয়জনদের হারানোর ভয় সবসময় ঘিরে থাকে আমাকে।"
বিচ্ছেদের পর কিরণকে বিয়ে করেন আমি। তাঁদের একমাত্র সন্তান আজাদ।
First Published: Tuesday, January 7, 2014, 00:07