Last Updated: Sunday, April 21, 2013, 20:18
নতুন রূপে অবতীর্ণ হলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর আগামি ছবিতে যে রূপে পর্দায় আসছেন সেই রূপেই আজ টুইটারে তিনি ধরা দিলেন। `কোচাডায়ান` সিনেমায় রজনীকান্তের এই অন্য ধারার ছবি টুইটারে পোস্ট করেন তাঁর মেয়ে সুন্দরা অশ্বিন।