Last Updated: April 21, 2013 20:18

নতুন রূপে অবতীর্ণ হলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর আগামি ছবিতে যে রূপে পর্দায় আসছেন সেই রূপেই আজ টুইটারে তিনি ধরা দিলেন। `কোচাডায়ান` সিনেমায় রজনীকান্তের এই অন্য ধারার ছবি টুইটারে পোস্ট করেন তাঁর মেয়ে সুন্দরা অশ্বিন।
কিডনির অসুখ থেকে ফিরে আসার পর রজনীকান্তের এই সিনেমা নিয়ে দক্ষিণ ভারত এখন উত্তাল। আগামি জুলাই মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে। ছবিতে রজনীকান্তকে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফকেও। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রেহমান। তামিল, তেলেগু, মালায়লমের পাশাপাশি ইংরেজিতেও এই ছবি মুক্তি পাবে।
First Published: Sunday, April 21, 2013, 20:18