Kolkata Calling - Latest News on Kolkata Calling| Breaking News in Bengali on 24ghanta.com
একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

Last Updated: Wednesday, February 26, 2014, 19:53

নীল নির্জনে ছবিতে একসঙ্গে মা, মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মুনমুন সেন ও রাইমা সেন। কিন্তু রিয়ার সঙ্গে কোনও ছবিতেই অভিনয় করেননি মুনমুন। এবারে সেই কাজটাই করলেন পরিচালক মৈনাক ভৌমিক। মৈনাকের আগামী ছূবি কলকাতা কলিং-এ মা, মেয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মুনমুন ও রিয়া।