একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া নীল নির্জনে ছবিতে একসঙ্গে মা, মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মুনমুন সেন ও রাইমা সেন। কিন্তু রিয়ার সঙ্গে কোনও ছবিতেই অভিনয় করেননি মুনমুন। এবারে সেই কাজটাই করলেন পরিচালক মৈনাক ভৌমিক। মৈনাকের আগামী ছূবি কলকাতা কলিং-এ মা, মেয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মুনমুন ও রিয়া।

তিনটি ছোট ছোট গল্পো নিয়ে তৈরি ছবি কলকাতা কলিং। অন্য একটি গল্পে অভিনয় করছেন রাইমা সেনও। মুনমুন বললেন, ""আমি ও রিয়া একটি গল্পে অভিনয় করছি। অন্য একটি গল্পে রয়েছে রাইমা। বলতে পারেন আমরা তিনজনই রয়েছি এই ছবিতে। আমি যদিও আমার চরিত্র নিয়ে খুব একটা খুশি নই। কিন্তু অল্পবয়সী ছেলেমেয়েরা ছবির বিষয়বস্তু পছন্দ করবে। ``

রিয়া বলেন, ""আমরা কোনওদিনই একসঙ্গে ছবিতে অভিনয় করব ভাবিনি। কিন্তু এটা যেহেতু মৈনাকের ছবি তাই আমরা রাজি হয়েছি। মেনাক বরাবরই মহিলা চরিত্র ও সম্পর্ক নিয়ে ছবি তৈরি করেন।`` এর আগে ঋতুপর্ণ ঘোষের ছবি আবহমান ও নৌকাডুবিতে অভিনয় করেছিলেন রিয়া। জাতিস্মর ছবিতেও রিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। রিয়া বলেন, ""বাংলা ছবিতে নতুন ইনিংস শুরু করতে পেরে দারুণ লাগছে। আমি এই ছবিতে একজন বাইশ বছরের মেয়ের চরিত্রে অভিনয় করছি।``

First Published: Wednesday, February 26, 2014, 19:53


comments powered by Disqus