Last Updated: Wednesday, February 1, 2012, 09:11
বকেয়া সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে আগামীকাল থেকে ওয়েভার স্কিম চালু করতে চলেছে কলকাতা পুরসভা। ৩০ এপ্রিল পর্যন্ত পুরসভার মূল দফতর সহ মোট ১৭ টি কাউন্টারে জমা নেওয়া হবে বকেয়া কর। এইসব কাউন্টারে নগদ টাকা অথবা ডিমান্ড ড্রাফ্ট মারফত নির্দিষ্ট কর জমা দেওয়ার পর ইস্যু করা হবে এনওসি সার্টিফিকেট।