মঙ্গলবার জরুরিভিত্তিতে বন্ধ পানীয় জল সরবরাহ

মঙ্গলবার জরুরিভিত্তিতে বন্ধ পানীয় জল সরবরাহ

মঙ্গলবার জরুরিভিত্তিতে বন্ধ পানীয় জল সরবরাহমঙ্গলবার কলকাতা পুরসভার ৩ টি বুস্টার পাম্পিং স্টেশনে মেরামতির পাইপ লাইনে জরুরিভিত্তিক মেরামতির কাজ চালাবে পুরসভা। সারাইয়ের কাজের জেরে দুপুরের পর থেকে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির বেশকিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যে তিনটি জায়গায় মেরামতির কাজ চলবে, সেগুলি হল কালিঘাট জলাধার, রানিকুঠি জলাধার এবং গরফা জলাধার। দুপুরের পর থেকে গার্ডেনরিচ থেকে তিন জলাধার সংলগ্ন কম্যাণ্ড এরিয়ায় জল সরবরাহ বন্ধ রাখা হবে। যে সমস্ত অঞ্চলে আংশিক কিংবা পুরোপুরি জল সরবরাহ বন্ধ থাকবে, সেগুলি হল যাদবপুর, সন্তোষপুর, টালিগঞ্জ, কসবা, গরফা, রানিকুঠি, রাসবিহারী, হাজরা, লেকমার্কেট। বুধবার থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা, স্বাভাবিক হবে পানীয় জল সরবরাহ।






First Published: Monday, January 30, 2012, 19:46


comments powered by Disqus