Last Updated: Saturday, April 21, 2012, 15:47
জন্ম থেকেই চিড়িয়াখানার এনক্লোজারই ওদের চেনা গণ্ডি। সময়মতো এসে যায় খাবার। গ্রীষ্ম-বর্ষায় মাথা গোঁজার জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা। তাই উন্মুক্ত প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাঠটাই শেখা হয়নি এই সারস শাবকদের। দায়িত্বটা তাই নিয়ে নিয়েছেন তাইল্যান্ডের কোরাট চিড়িয়াখানার কর্তারা।