Last Updated: Monday, February 6, 2012, 16:24
পার্টি কংগ্রেসের আগে প্রকাশিত হল সিপিআইএমের মতাদর্শগত দলিলের খসড়া। আজ দিল্লির এ কে গোপালন ভবনে খসড়া দলিল প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। নয়া অর্থনৈতিক অর্থনীতির জেরে বামেদের সামনে যে নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে, সে বিষয়ে আলোচনা রয়েছে মতাদর্শগত দলিলে।