Last Updated: Thursday, March 28, 2013, 20:17
কল্যাণী স্টেডিয়ামে বৃহস্পতিবারের আই লিগ ম্যাচটা হতে পারে এক রকম আর বাস্তবে হল অন্যরকম। লাজংয়ের কাছে পয়েন্ট হারিয়ে আই লিগে অবনমনের `বিপদঘণ্টা` জোরাল হল মোহনবাগানে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর হোলির দিন টোলগেদের খেলা দেখে মনে হচ্ছিল সব রঙ মাঠের বাইরে খেলে এসেছেন, তাই এতটা বর্ণহীন। তবে বিরতির পরে দশ মিনিট দারুণ খেলে গোল তুলে নেয় মোহনবাগান।