Last Updated: Saturday, August 17, 2013, 11:24
ক্যানসার। নামটা শুনলে মনে ভিড় করে আতঙ্ক, উদ্বেগ, একরাশ দুশ্চিন্তা। আর ছুঁলেই মৃত্যু। তবে এই ধারনা ইদানিং অনেকটা পাল্টেছে। আমরা এখন জানি, ক্যানসার মানেই মৃত্যু নয়। ক্যানসার মানে আসলে যুদ্ধ। যে যুদ্ধে জেতাও যায়। ক্যানসারের ধাক্কা সামলে এখন সুস্থতার পথে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তবে রোগের খবর শোনার পর বুকটা কি একটুও কেঁপে ওঠেনি?