Last Updated: Monday, November 12, 2012, 18:32
পঞ্চনদীর দেশে বাংলার ক্রিকেটে এল একরাশ লজ্জা। রঞ্জি ট্রফিতে যুবি-ভাজ্জিহীন পঞ্জাবের বিরুদ্ধে বাংলা এক ইনিংসে হেরে গেল। বাংলা ক্রিকেটের `বিপদের বন্ধু` লক্ষ্মীরতন শুক্লা দারুণ একটা লড়াকু ইনিংস খেললেন, কিন্তু দলের বাকিরা সেই লড়াইয়ের মর্যাদা দিতে পারলেন না। শেষ অবধি বাংলা হারল এক ইনিংস এবং ২৭ রানে। দিনের শুরুতেই নতুন বলে বাংলার ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে।