Last Updated: Saturday, March 24, 2012, 09:46
ইতালীয় পর্যটকের মুক্তির শর্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মধ্যেই এবার ওড়িশায় এক বিধায়ককে অপহরণ করল মাওবাদীরা। শুক্রবার রাতে কোরাপুট জেলার লক্ষ্মীপুরের বিধায়ক ঝিনা হিকাকাকে তুলে যায় গেল সশস্ত্র সিপিআই (মাওবাদী) গেরিলাদের একটি দল।