Last Updated: Monday, April 23, 2012, 16:22
ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের নিয়োগের বিরোধিতা দায়ের করা একটি জনস্বার্থ মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি আর এম লোঢা এবং বিচারপতি এইচ এল গোখলেকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন কয়েক ঘণ্টার মধ্যে ইস্টার্ন কম্যান্ডের বর্তমান কম্যান্ডিং অফিসারের সার্ভিস রেকর্ড ও নিয়োগ সংক্রান্ত ফাইল খতিয়ে দেখে এই নজিরিবিহীন রায় দিয়েছে।