Last Updated: Friday, June 27, 2014, 10:34
লাভপুরকাণ্ডে ফের হুমকির মুখে জারিনা বিবির পরিবার। এবার হুমকি দেওয়া হচ্ছে হামলায় নিহত কুটুন শেখের স্ত্রীকে । হুমকি দিচ্ছে তিন ভাইকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত যাদব শেঠ ও তার সঙ্গীরা। এমনটাই অভিযোগ উঠেছে।চলতি মাসের একুশ তারিখ চব্বিশ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান "কি বলছ মা`-তে অংশ নিতে বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন লাভপুর কাণ্ডে নিহতদের মা জারিনা বিবি।