MT Ocean Centurion - Latest News on MT Ocean Centurion| Breaking News in Bengali on 24ghanta.com
জলের ধারে বেকারদের স্বপ্ন এখন জলদস্যু হওয়া, বাড়ছে চিন্তা

জলের ধারে বেকারদের স্বপ্ন এখন জলদস্যু হওয়া, বাড়ছে চিন্তা

Last Updated: Thursday, December 12, 2013, 10:38

জলদস্যুদের হাতে বন্দি ভারতীয় নাবিকদের ছাড়িয়ে আনার ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে ভারত। বুধবারই একথা জানান জাহাজমন্ত্রী জিকে ভাসান। জলদস্যুদের সাহায্য করার অভিযোগে টোগো জেলে চার মাস ধরে বন্দি রয়েছেন এমটি সেঞ্চুরিয়ান জাহাজের ক্যাপ্টেন সুনীল জেমস ও তাঁর সঙ্গীরা। তাঁদের ছাড়াতে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেছেন আটক নাবিকদের পরিবার।