Last Updated: Tuesday, June 24, 2014, 17:58
তাহলে কি এবার কলকাতা সত্যিই লন্ডন হওয়ার পথে? লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে মমতা নির্দেশ দিয়েছেন কয়েক মাসের মধ্যেই কলকাতার বুকে তৈরি করে ফেলতে হবে এই মোম মিউজিয়াম।