লন্ডনের পথে তিলোত্তমা? মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কলকাতায় মাদাম তুসোর ধাঁচে মোম মিউজিয়াম

মুখ্যমন্ত্রীর নির্দেশে লন্ডনের মাদাম তুসো এ বার কলকাতায়

মুখ্যমন্ত্রীর নির্দেশে লন্ডনের মাদাম তুসো এ বার কলকাতায়তাহলে কি এবার কলকাতা সত্যিই লন্ডন হওয়ার পথে? লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে মমতা নির্দেশ দিয়েছেন কয়েক মাসের মধ্যেই কলকাতার বুকে তৈরি করে ফেলতে হবে এই মোম মিউজিয়াম।

এই মোম মিউজিয়ামে মুখ্যমন্ত্রীর প্রিয় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খানের প্রমাণ সাইজের মোমের মূর্তিতো অবশ্যই থাকছে, তার সঙ্গেই মুখ্যমন্ত্রীর ইচ্ছামতই থাকবে অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকরের মূর্তিও। এই মিউজিয়ামের নাম সম্ভবত হতে চলেছে `মাদার`।

যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার শিল্পীদের জলদি কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছে। মিউজিয়ামটি সম্ভবত রাজারহাটে ইকো ট্যুরিজিম পার্ক `প্রকৃতি তীর্থ` -এর উলটোদিকে তৈরি হবে এই মোম মিউজিয়াম।

একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দর্শকরা মাদাম তুসোর মিউজিয়ামের মতই এই মিউজিয়ামেও বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ইচ্ছামত ছবি তুলতে পারবেন।

First Published: Tuesday, June 24, 2014, 18:04


comments powered by Disqus