Last Updated: Saturday, February 22, 2014, 13:17
অ্যাডমিট কার্ড না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কাশীপুর রোডে। পরীক্ষার মুখে পথে নামলেন সনাতন ধর্মীয় বিদ্যাপীঠের ৩০ জন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবক। কাশীপুর রোড অবরোধ করেন তাঁরা। অবরোধ ওঠাতে গিয়ে পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিস। গতকালও অ্যাডমিট কার্ড না পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন পরীক্ষার্থীরা। কখনও মধ্যশিক্ষা পর্ষদ তো কখনও স্কুল কর্তৃপক্ষ। সময়মতো অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য কাঠগড়ায় উঠে আসছে দুপক্ষেরই নাম।