Mahi Upadhyay - Latest News on Mahi Upadhyay| Breaking News in Bengali on 24ghanta.com
হরিয়ানার মাহির পর হাওড়ার রোশন, মরণকূপে মৃত্যু অব্যাহত

হরিয়ানার মাহির পর হাওড়ার রোশন, মরণকূপে মৃত্যু অব্যাহত

Last Updated: Monday, June 25, 2012, 09:07

মাহির মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের একই রকম দুর্ঘটনা ঘটল হাওড়ায়। রবিবার লিলুয়ার একসরায় গভীর কুয়োয় পড়ে মৃত্যু হল ১৬ বছরের কিশোর রোশন পানেরির। টানা ৯ ঘণ্টার চেষ্টার পর তার দেহ উদ্ধার করা সম্ভব হয়।