Mahindra United - Latest News on Mahindra United| Breaking News in Bengali on 24ghanta.com
এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম না

এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম না

Last Updated: Friday, May 11, 2012, 23:41

শুক্রবার ব্যারেটোকে সংবর্ধিত করল মোহনবাগান ফ্যান ক্লাব। বাঙালি ট্র্যাডিশান মেনে সবুজ তোতাকে উপহার দেওয়া হয় ধুতি আর পাঞ্জাবি। রসগোল্লাও তুলে দেওয়া হয় ব্রাজিলীয় স্ট্রাইকারের হাতে। গত এক দশকেরও বেশি সময় ধরে সবুজ-মেরু জনতার শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসার পায়ের ছাপ সংরক্ষিত করে রাখবেন সমর্থকরা।