এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম না

এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম না

এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম নাশুক্রবার ব্যারেটোকে সংবর্ধিত করল মোহনবাগান ফ্যান ক্লাব। বাঙালি ট্র্যাডিশান মেনে সবুজ তোতাকে উপহার দেওয়া হয় ধুতি আর পাঞ্জাবি।রসগোল্লাও তুলে দেওয়া হয় ব্রাজিলীয় স্ট্রাইকারের হাতে। গত এক দশকেরও বেশি সময় ধরে সবুজ-মেরু জনতার শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসার পায়ের ছাপ সংরক্ষিত করে রাখবেন সমর্থকরা। ফ্যানেদের এই ভালবাসায় আপ্লুত ব্যারেটো নিজেও। স্বীকার করছেন,এই ভালবাসা তিনি ব্রাজিলেও পেতেন না।

বাইচুং ভুটিয়া,ওকেলি ওডাফা বা ইগর নন। মহিন্দ্রা ইউনাইটেডে ইউসুফ ইয়াকুবুর সঙ্গে জুটিই তিনি সবচেয়ে উপভোগ করেছেন বলে জানাচ্ছেন ব্যারেটো। সবুজ তোতার মতে, সেসময় ২ জনেই একই ধরণের ফুটবল খেলেছিলেন।





First Published: Friday, May 11, 2012, 23:44


comments powered by Disqus