Malang - Latest News on Malang| Breaking News in Bengali on 24ghanta.com
তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি

তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি

Last Updated: Monday, December 30, 2013, 11:13

সব রেকর্ড ভেঙে চুরমার করেও বক্সঅফিসে এখনও ধুম মচাচ্ছে ধুম থ্রি। ৯ দিনেই তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি-র ব্যবসা। চেন্নাই এক্সপ্রেসের রেকর্ড ভেঙে এবছরের সেরা ছবি হয়েছে আগেই। থ্রি ইডিয়টসেরও রেকর্ড ভেঙে সর্বকালীন সেরা ব্যবসার রেকর্ড করলেন আমির-ক্যাটরিনা।