তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি

তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি

তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি সব রেকর্ড ভেঙে চুরমার করেও বক্সঅফিসে এখনও ধুম মচাচ্ছে ধুম থ্রি। ৯ দিনেই তিনশো কোটি পেরিয়ে চারশো কোটির পথে ধুম থ্রি-র ব্যবসা। চেন্নাই এক্সপ্রেসের রেকর্ড ভেঙে এবছরের সেরা ছবি হয়েছে আগেই। থ্রি ইডিয়টসেরও রেকর্ড ভেঙে সর্বকালীন সেরা ব্যবসার রেকর্ড করলেন আমির-ক্যাটরিনা।

শুধুমাত্র হিন্দিভাষী ভারত থেকে ধুম থ্রি তুলে নিয়েছে ২১১ কোটি। অন্য ভাষায় ব্যবসার পরিমান ১০ কোটি। ১০০ কোটির বাজেটে তৈরি ধুম থ্রি সারা ভারতের মোট ৪ হাজারটি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। বিশ্ববাজারে ধুম থ্রি-র আয় ১০০ কোটি।

পাকিস্তান ও নেপালেও কেরর্ড ব্যবসা করেছে ধুম থ্রি। পাকিস্তানে ধুম থ্রি-র আয় ৭.২৫ কোটি। মধ্যপ্রাচ্য থেকে আয় ২৬.৫৭ কোটি।


First Published: Monday, December 30, 2013, 11:13


comments powered by Disqus