Last Updated: Monday, June 17, 2013, 21:50
সাংগঠনিক রদবদলের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল সেরে ফেলল টিম মনমোহন। নতুন রেলমন্ত্রী হলেন মল্লিকার্জুন খাড়গে। বস্ত্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কে এস রাও। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে গিরিজা ব্যাসকে। সড়ক মন্ত্রী হয়েছে অস্কার ফার্নান্ডেজ। শিস রাম ওলাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ওলা এবং ফার্নান্ডেজ প্রথম ইউপিএ সরকারে মন্ত্রী ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন।