Last Updated: Thursday, October 11, 2012, 08:41
ডাকাতির অভিযোগে গ্রেফতার হল খোদ কলকাতা পুলিসেরই এক অফিসার এবং কনস্টেবল।
মানিকতলা থানার অফিসার সুনীল দাস ও কনস্টেবল সুরেশ ঝাঁ ধরা পড়েছেন ডাকাতিতে
যুক্ত থাকার অভিযোগে। ধরা পড়েছে আরও চারজন।
গত তিরিশে সেপ্টেম্বর উল্টোডাঙা ব্রিজের ওপর ভরদুপুরে এই ডাকাতির ঘটনা
ঘটেছিল। লুঠ হয়েছিল চল্লিশ লক্ষ টাকারও বেশি।