Mastani - Latest News on Mastani| Breaking News in Bengali on 24ghanta.com
সলমন ভেঙেছিলেন, শাহরুখ গড়লেন সঞ্জয়ের স্বপ্ন

সলমন ভেঙেছিলেন, শাহরুখ গড়লেন সঞ্জয়ের স্বপ্ন

Last Updated: Friday, January 10, 2014, 22:24

পনেরো বছর আগে পেশোয়া বাজিরাও আর মস্তানির ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে ছবি করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। হম দিল দে চুকে সনম ছবির সময় থেকেই সলমন-ঐশ্বর্যর মধ্যে বাজিরাও-মস্তানিকে দেখেছিলেন তিনি। কিন্তু বাস্তব জীবনে তাঁদের সম্পর্কের তিক্ততা ভেঙে দেয় সঞ্জয়ের স্বপ্ন। এতোদিন পর অবশেষে শাহরুখের মধ্যে বাজিরাওকে খুঁজে পেলেন সঞ্জয়।