Last Updated: January 10, 2014 22:24

পনেরো বছর আগে পেশোয়া বাজিরাও আর মস্তানির ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে ছবি করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। হম দিল দে চুকে সনম ছবির সময় থেকেই সলমন-ঐশ্বর্যর মধ্যে বাজিরাও-মস্তানিকে দেখেছিলেন তিনি। কিন্তু বাস্তব জীবনে তাঁদের সম্পর্কের তিক্ততা ভেঙে দেয় সঞ্জয়ের স্বপ্ন। এতোদিন পর অবশেষে শাহরুখের মধ্যে বাজিরাওকে খুঁজে পেলেন সঞ্জয়।

বারো বছর আগে দেবদাস ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয়-শাহরুখ। পরে ওম শান্তি ওম ও সাওরিয়া(২০০৭) ছবির মুক্তির দিন এক হওয়ায় দুজনের সম্পর্কে চিড় ধরেছিল। পরে শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি(২০১২) ছবির পোস্টার মুক্তির সময় আবার সম্পর্ক মধুর হয়। সঞ্জয়ের রাম লীলা ছবির সেটেও গিয়েছিলেন শাহরুখ। সেখানেই বাজিরাওয়ের কথা শুনে আগ্রহ প্রকাশ করেন শাহরুখ। মনে ধরে সঞ্জয়েরও।
শোনা যাচ্ছে আগামী জুলাই-অগাস্ট মাসেই শুটিং শুরু হবে বাজিরাওয়ের। তবে শাহরুখের মস্তানি কে হবেন সেটা জানতে এখনও অপেক্ষাই সম্বল দর্শক।
First Published: Friday, January 10, 2014, 22:24