Last Updated: Friday, August 30, 2013, 22:35
ইটাহারের মেঘনাদ সাহা কলেজে নকল হচ্ছে দেখেও নীরব থাকতে হচ্ছে শিক্ষকদের। এখনও অনেক অধ্যাপককেই হুমকি দেওয়া হচ্ছে। উপাচার্যকে রিপোর্ট দিয়ে এ কথায় জানাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। শুক্রবারও বন্ধ হয়নি টুকলি। কলেজে পরীক্ষার পরিবেশ নেই বলেই রিপোর্টে জানালেন প্রতিনিধিরা।
ইটাহারের মেঘনাদ সাহা কলেজে টোকাটুকি এখন মাথা ব্যথার কারণ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শুক্রবারও টুকলি করতে গিয়ে ধরা পড়ল দশজন। গত তিনদিনে সংখ্যাটা পৌঁছল ৬৭তে। প্রশ্ন উঠল, আদৌ কী কলেজে পরীক্ষার পরিবেশ রয়েছে?