Mehsana riot - Latest News on Mehsana riot| Breaking News in Bengali on 24ghanta.com
গোধরা পরবর্তী দীপদা গণহত্যায় ২১ জনের যাবজ্জীবন

গোধরা পরবর্তী দীপদা গণহত্যায় ২১ জনের যাবজ্জীবন

Last Updated: Monday, July 30, 2012, 16:43

গুজরাটে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গাপর্বের মেহসনা দীপদা দরওয়াজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর চার্জশিটে অভিযুক্তদের মধ্যে ৬১ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এস বি শ্রীবাস্তব।