Last Updated: Tuesday, March 26, 2013, 12:11
এক দিনের রাজধানীর বুকে পরপর দু'বার চলল গুলি। দক্ষিণ দিল্লিতে দুষ্কৃতির
গুলিতে বিএসপি নেতা দীপক ভরদ্বাজের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব
দিল্লির করকরডুমা মেট্রো স্টেশনে গুলিতে প্রাণ হারালেন আরেক তরুণী।
গুলিবিদ্ধ হন নিহতের বাবাও। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা
হয়।