Last Updated: Sunday, July 29, 2012, 12:00
দ্বিতীয় দিন থেকেই অঘটন শুরু হয়ে গেল লন্ডন অলিম্পিকে। সাঁতারে ৪০০ মিটার মেডলিতে ফেল্পসে হারিয়ে সোনা জিতে নিলেন স্বদেশীয় রায়ান লসটে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে চতুর্থ স্থানে শেষ করলেন মাইকেল ফেল্পস। পদক জয় দূরে থাক, স্বদেশীয় রায়ান লসটের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারলেন না মার্কিন সাঁতারু ফেল্পস।