ফেল্পসকে সর্বকালের সেরা মানতে রাজি নন কো!

ফেল্পসকে সর্বকালের সেরা মানতে রাজি নন কো!

ফেল্পসকে সর্বকালের সেরা মানতে রাজি নন কো!লন্ডন অলিম্পিকের শুরু থেকেই বারবারই কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েছেন আয়োজক কমিটির প্রধান সেবাস্তিয়ান। কখনও আয়োজনগত সমস্যা, কখনও বা টিকিটবিক্রি বিতর্ক। তবে এবার সরাসরি ফেলপ্সকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন কো!
ফেল্পসকে সর্বকালের সেরা মানতে রাজি নন কো!
যেখানে অলিম্পিকে ১৯ টি অলিম্পিক পদক জিতে ফেল্পস ল্যাটনিনার রেকর্ড ভাঙায় বিশ্বক্রীড়া মেনেই নিয়েছে মাইকেল ফেল্পসই এখন বিশ্বের সেরা ক্রীড়াবিদ, সেখানে ফেল্পস প্রসঙ্গে হঠাত্ই কো-য়ের মন্তব্য, ফেল্পস সর্বকালের সেরা ক্রীড়াবিদ নন! এমনিতেই আয়োজনগত বিভিন্ন সমস্যায় জেরবার আয়োজক কমিটি। তার ওপরে তাঁর এই আলটপকা মন্তব্যে প্রবল ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র।

অলিম্পিকে ফেল্পসের জেতা ১৯ পদকের মধ্যে ১৫ টিই স্বর্ণপদক। তবুও মার্কিন সাঁতারুকে কিভাবে সর্বকালের সেরা ক্রীড়াবিদ মানতে নারাজ কো। কোয়ের বক্তব্যে ক্ষোভ ক্রমশই বেড়ে চলেছে বিশ্ব ক্রীড়ামহলে।
 

First Published: Thursday, August 2, 2012, 18:10


comments powered by Disqus